ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী Logo ভোলায় ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার Logo পায়রা বন্দরের অযোগ্য এইচপি এনজে কে সর্বনিম্ন দরদাতা ঘোষণা Logo শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী Logo শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় চুরি, গ্রেফতার ২।। ১৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার Logo মুরাদনগরে দশ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ Logo পার্বত্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ Logo ঝিনাইগাতীতে শতাধিক একর জমির ধান চিটা, কৃষকের মাথায় হাত Logo চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি পালিত Logo বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় চুরি, গ্রেফতার ২।। ১৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

মোঃ কামরুজ্জামান সেন্টু

চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মধ্য রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি সাড়ে ৩ আনা স্বর্ণসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের পুত্র মেহেরাজকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি সাড়ে ৩ আনা স্বর্ণসহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ীর মৃত ছাফর আলীর পুত্র মোঃ সালাউদ্দিনকে (২৮) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা মেহেরাজকে আটক করি। সে জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় ৩ জন জড়িত থাকার কথা স্বীকার করে এবং ২ সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে যায় বলে জানায়। বিকেলে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ন উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসামিকে আটক পূর্বক তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করি এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজন আসামিকে আটক করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী

SBN

SBN

শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় চুরি, গ্রেফতার ২।। ১৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

মোঃ কামরুজ্জামান সেন্টু

চাঁদপুরের শাহরাস্তিতে স্বর্ণের অলংকার বানানোর একটি কারখানায় চুরির ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মধ্য রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে মক্কা জুয়েলার্সের অলংকার তৈরির কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কারখানার ড্রয়ারে রক্ষিত ২৫ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন সকালে পুলিশ অভিযান চালিয়ে ১ ভরি সাড়ে ৩ আনা স্বর্ণসহ ওই গ্রামের স্বর্ণকার পাড়ার হানিফের পুত্র মেহেরাজকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ওই দিন বিকেলে ১৩ ভরি সাড়ে ৩ আনা স্বর্ণসহ পার্শ্ববর্তী পরানপুর গ্রামের মুন্সি বাড়ীর মৃত ছাফর আলীর পুত্র মোঃ সালাউদ্দিনকে (২৮) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযোগের ভিত্তিতে আমরা মেহেরাজকে আটক করি। সে জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় ৩ জন জড়িত থাকার কথা স্বীকার করে এবং ২ সহযোগী স্বর্ণ নিয়ে ঢাকায় চলে যায় বলে জানায়। বিকেলে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ১৪ ভরি ৭ আনা স্বর্ন উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) খায়রুল কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শাহরাস্তি থেকে মেহরাজ নামে একজন আসামিকে আটক পূর্বক তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করি এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মোহাম্মদপুর থেকে আরো একজন আসামিকে আটক করা হয়েছে।