
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড কৃষক দল কর্তৃক আয়োজিত শদীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বারবার নির্বাচিত গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসায় আনন্দমিছিল ও পথসভা গতকাল ৮ মে বিকেলে আনন্দনগর মোল্লা মার্কেটে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ। বিষেশ অতিথি ছিলেন বিএনপি নেতা শ ম হাসিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান মিন্টু। স্বগত বক্তৃতা করেন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ খায়ের লস্কর।
ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ সফিকুল লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদ মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মিঠু লস্কর, বিএনপি নেতা আলমগীর লস্কর, কৃষক দল নেতা মোঃ ফরহাদ মোল্লা, মোঃ জামীল শেখ, খোকন জমাদ্দার, আবুল হোসেন লস্কর, বাবর আলী মুন্সি, জুয়েল লস্কর, রাজিব লস্কর, শাকিল লস্কর, সামছুর রহমান গাজী, হুমায়ুন শেখ, সোহান শেখ, মাহবুর কাজী, হেমায়েত শেখ, মিরাজ লস্কর, তোরাব লস্কর, জহির লস্কর, আসলাম লস্কর, সাইফুল লস্কর, সাদ্দাম হোসেন, গোলাম রব্বানী লস্কর, আব্দুল্লাহ লস্কর, হুসাইন লস্কর, আবুল কাশেম লস্কর, মোর্শেদ লস্কর, সেকেন্দার লস্কর, লাভলু লস্কর প্রমুখ।