ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামপালে এক স্কুল ছাত্রীকে বাথরুমে র‍্যাগিংয়ের পর গলা চেপে হত্যার চেষ্টার আভিযোগ Logo ‎বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন Logo শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা Logo মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo লালমনিরহাটে ফুটবলার মুনকি আক্তারকে সংবর্ধনা Logo ‎গোবিন্দগঞ্জে নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার Logo রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত Logo শ্যাফট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮’জেলে উদ্ধার Logo চীনের স্থিতিশীল অর্থনীতি বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলছে : সিএমজি সম্পাদকীয় Logo বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে চীনের অভিজ্ঞতা গ্রহণ করবে মোজাম্বিক

স্যান্ড্রা ফুডের ব্র্যাড অ্যাম্বাসেডর হলেন সূচনা

রিফাত সাইফুদ্দিন ইয়াহ্ইয়া

বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ।

আজ বনশ্রীর স্যান্ড্রার আউটলেটে এক উৎসব মুখর পরিবেশে উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্নি সূচনা স্যান্ড্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ড্রার ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ ও স্যান্ড্রা টিম।

সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে সূচনা বলেন, এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রার প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সাথে আমার জার্নিটা একই সাথে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক।

স্যান্ড্রার ম্যানেজিং ডাইরেক্ট তাজবীহ হুসেইন জানান, একটা পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম ও ভালোবাসা জড়িত। সূচনা আমাদের এই জার্নিটাকে আরও সহজ ও প্রাণবন্ত করবে। আর আমাদের চেষ্টা থাকবে, সময়ের সাথে সাথে সেবাকে আরও মানসম্পন্ন করা।

উল্লেখ্য; স্যান্ড্রা ফুডসের মূলমন্ত্র হলো “লাভিং লাইফ”। এই সময়ে ঢাকাজুড়ে স্যান্ড্রা ফুডের ১৫টি ব্র্যাঞ্চ রয়েছে। এছাড়াও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে স্যান্ড্রা ফুডসের সকল পণ্য।

বিভিন্ন টিভি চ্যানেলসহ, জাতীয় আয়োজন, কর্পোরেট শো, টিভিসি, ওভিসি, সেইসাথে ইউএনডিপির পডকাস্ট ও কনসাল্টেন্সিতে সূচনার কাটছে ব্যস্ত সময়। বর্ণিল কর্মব্যস্ত ক্যারিয়ারে ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হবার বিষয়টি একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে, সেই সাথে তার ক্যারিয়ারে সফলতার নতুন পালকও বলা যায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপালে এক স্কুল ছাত্রীকে বাথরুমে র‍্যাগিংয়ের পর গলা চেপে হত্যার চেষ্টার আভিযোগ

SBN

SBN

স্যান্ড্রা ফুডের ব্র্যাড অ্যাম্বাসেডর হলেন সূচনা

আপডেট সময় ০৮:১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

রিফাত সাইফুদ্দিন ইয়াহ্ইয়া

বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ।

আজ বনশ্রীর স্যান্ড্রার আউটলেটে এক উৎসব মুখর পরিবেশে উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্নি সূচনা স্যান্ড্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ড্রার ম্যানেজিং ডাইরেক্ট তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ ও স্যান্ড্রা টিম।

সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে সূচনা বলেন, এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রার প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সাথে আমার জার্নিটা একই সাথে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক।

স্যান্ড্রার ম্যানেজিং ডাইরেক্ট তাজবীহ হুসেইন জানান, একটা পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম ও ভালোবাসা জড়িত। সূচনা আমাদের এই জার্নিটাকে আরও সহজ ও প্রাণবন্ত করবে। আর আমাদের চেষ্টা থাকবে, সময়ের সাথে সাথে সেবাকে আরও মানসম্পন্ন করা।

উল্লেখ্য; স্যান্ড্রা ফুডসের মূলমন্ত্র হলো “লাভিং লাইফ”। এই সময়ে ঢাকাজুড়ে স্যান্ড্রা ফুডের ১৫টি ব্র্যাঞ্চ রয়েছে। এছাড়াও অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে স্যান্ড্রা ফুডসের সকল পণ্য।

বিভিন্ন টিভি চ্যানেলসহ, জাতীয় আয়োজন, কর্পোরেট শো, টিভিসি, ওভিসি, সেইসাথে ইউএনডিপির পডকাস্ট ও কনসাল্টেন্সিতে সূচনার কাটছে ব্যস্ত সময়। বর্ণিল কর্মব্যস্ত ক্যারিয়ারে ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হবার বিষয়টি একেবারেই ভিন্ন কিছু হতে যাচ্ছে, সেই সাথে তার ক্যারিয়ারে সফলতার নতুন পালকও বলা যায়।