ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 

চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো

সদ্য-সমাপ্ত চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে ১৭৬টি প্রকল্প চুক্তি স্বাক্ষিত হয়েছে, চুক্তির অর্থের পরিমাণ ১ হাজার ১২৯ কোটি ডলার। প্রকল্প ও অর্থের পরিমাণ গত এক্সপোর তুলনায় যথাক্রমে ৪৫.৯ ও ১০.৬ শতাংশ বেশি। গত (রোবার) এ বিষয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এ সব তথ্য জানা গেছে,

এক্সপোর শেষ দিন গতকাল রোববার পর্যন্ত প্রধান ভবনে ২ লাখ পর্যটক মেলা দেখতে এসেছেন যা, গত বারের তুলনায় দ্বিগুণ বেশি। পাশাপাশি কাও ছিয়াও শাখা ভবনে ৪০টির বেশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জাম্বিয়া ও নামিবিয়াসহ দেশগুলো কাও ছিয়াও বাজারে স্থায়ী ভবন প্রতিষ্ঠা করে। সিয়াং থান মধ্য আন্তর্জাতিক যন্ত্রপাতি পার্কে অনুষ্ঠিত প্রদর্শনে ১৫০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে এবং ১২ হাজারের বেশি দর্শক দেখতে এসেছেন।

এবার এক্সপোতে প্রথমবারের মতো চীন-আফ্রিকা বিখ্যাত ব্র্যান্ড সহযোগিতা প্রদর্শন, আফ্রিকা বিশেষ ও বৈশিষ্ট্যময় পণ্য প্রদর্শন ও চীন-আফ্রিকা ফ্যাশন প্রদর্শনসহ অনুষ্ঠিত হয়। ২৬টি আফ্রিকান দেশ ও ২৩টি চীনা প্রদেশ ও শহর এক্সপোতে থিম প্রদর্শন স্থল প্রতিষ্ঠা করে। দেশ বিদেশের ২ হাজার ৭০০টির বেশি কোম্পানি প্রদর্শক হিসেবে এক্সোপতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি প্রদর্শক আফ্রিকান কোম্পানি, তারা ৪৩টি আফ্রিকান দেশ থেকে এসেছে।

১২-১৫ জুন চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো। ৫৩টি আফ্রিকান দেশ, ১১টি আন্তর্জাতিক সংস্থা, ২৭টি চীনা প্রদেশ ও শহর ও ৪ হাজার ৭০০টির বেশি আফ্রিকান ও চীনা কোম্পানি, বাণিজ্য সমিতি ও আর্থিক সংস্থার ৩০ হাজারের বেশি মানুষ এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করে।

সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে

SBN

SBN

চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো

আপডেট সময় ০৩:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

সদ্য-সমাপ্ত চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে ১৭৬টি প্রকল্প চুক্তি স্বাক্ষিত হয়েছে, চুক্তির অর্থের পরিমাণ ১ হাজার ১২৯ কোটি ডলার। প্রকল্প ও অর্থের পরিমাণ গত এক্সপোর তুলনায় যথাক্রমে ৪৫.৯ ও ১০.৬ শতাংশ বেশি। গত (রোবার) এ বিষয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এ সব তথ্য জানা গেছে,

এক্সপোর শেষ দিন গতকাল রোববার পর্যন্ত প্রধান ভবনে ২ লাখ পর্যটক মেলা দেখতে এসেছেন যা, গত বারের তুলনায় দ্বিগুণ বেশি। পাশাপাশি কাও ছিয়াও শাখা ভবনে ৪০টির বেশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জাম্বিয়া ও নামিবিয়াসহ দেশগুলো কাও ছিয়াও বাজারে স্থায়ী ভবন প্রতিষ্ঠা করে। সিয়াং থান মধ্য আন্তর্জাতিক যন্ত্রপাতি পার্কে অনুষ্ঠিত প্রদর্শনে ১৫০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে এবং ১২ হাজারের বেশি দর্শক দেখতে এসেছেন।

এবার এক্সপোতে প্রথমবারের মতো চীন-আফ্রিকা বিখ্যাত ব্র্যান্ড সহযোগিতা প্রদর্শন, আফ্রিকা বিশেষ ও বৈশিষ্ট্যময় পণ্য প্রদর্শন ও চীন-আফ্রিকা ফ্যাশন প্রদর্শনসহ অনুষ্ঠিত হয়। ২৬টি আফ্রিকান দেশ ও ২৩টি চীনা প্রদেশ ও শহর এক্সপোতে থিম প্রদর্শন স্থল প্রতিষ্ঠা করে। দেশ বিদেশের ২ হাজার ৭০০টির বেশি কোম্পানি প্রদর্শক হিসেবে এক্সোপতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি প্রদর্শক আফ্রিকান কোম্পানি, তারা ৪৩টি আফ্রিকান দেশ থেকে এসেছে।

১২-১৫ জুন চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো। ৫৩টি আফ্রিকান দেশ, ১১টি আন্তর্জাতিক সংস্থা, ২৭টি চীনা প্রদেশ ও শহর ও ৪ হাজার ৭০০টির বেশি আফ্রিকান ও চীনা কোম্পানি, বাণিজ্য সমিতি ও আর্থিক সংস্থার ৩০ হাজারের বেশি মানুষ এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করে।

সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।