
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে আকস্মিক এক টর্নেডোর (ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহ ঝড়) তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি ও গাছপালা। প্রবল টর্নেডোতে উপড়ে পড়া গাছ বসতঘরের উপর পড়ে ভেঙে দিয়েছে ছাদ ও দেয়াল। এতে অন্তত ৫-৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে পূর্ব চরবাটার ৫নং ওয়ার্ডের হাবিবিয়ার দক্ষিণ পাশে হঠাৎ করেই টর্নেডোর মতো ভয়াবহ ঝড় বয়ে যায়। এতে এলাকার বেশ কিছু বড় বড় গাছ উপড়ে গিয়ে বাড়ির উপর পড়ে। মুহূর্তেই কয়েকটি বসতঘর ধসে পড়ে এবং বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জানান, “ঝড় এত দ্রুত এসেছিল যে কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের উপর বড় গাছ পড়ে গেল। আমরা কোনোমতে ঘর থেকে বের হতে পেরেছি।”
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, “আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
মুক্তির লড়াই ডেস্ক : 

























