ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সন্ত্রাসের অবসান

সন্ত্রাসের অবসান
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

মুসলমানের রক্ত নিয়ে
অনেক খেলেছো তুমি,
এবার তোমায় ছাড়তে হবে
দখল করা ভূমি।

মানবতার জাগ্রত হয়েছে
করতে তোমায় দমন,
ইরান হলো সিংহের জাতি
গড়ে তুলেছে আন্দোলন।

বিশ্ব বিবেক এক কাতারে
বলছে তুমি সন্ত্রাস,
ফিলিস্তিনের রক্ত দিয়ে
করেছ কত উল্লাস।

তেল আবিব তোমার তেলের খনি
জ্বলছে দাও দাও করে,
বিশ্ব মানবতা অপেক্ষায় আছে
তোমার লাশের তরে।

তোমাকে যারা করবে সমর্থন
পরিণতি হবে তোমার মত,
যতই করো চল চাতুরী
বিবেকের ঐক্য হবে শক্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বরুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

SBN

SBN

সন্ত্রাসের অবসান

আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

সন্ত্রাসের অবসান
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

মুসলমানের রক্ত নিয়ে
অনেক খেলেছো তুমি,
এবার তোমায় ছাড়তে হবে
দখল করা ভূমি।

মানবতার জাগ্রত হয়েছে
করতে তোমায় দমন,
ইরান হলো সিংহের জাতি
গড়ে তুলেছে আন্দোলন।

বিশ্ব বিবেক এক কাতারে
বলছে তুমি সন্ত্রাস,
ফিলিস্তিনের রক্ত দিয়ে
করেছ কত উল্লাস।

তেল আবিব তোমার তেলের খনি
জ্বলছে দাও দাও করে,
বিশ্ব মানবতা অপেক্ষায় আছে
তোমার লাশের তরে।

তোমাকে যারা করবে সমর্থন
পরিণতি হবে তোমার মত,
যতই করো চল চাতুরী
বিবেকের ঐক্য হবে শক্ত।