
মোঃ ইকরামুল হক
কুমিল্লার বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বাংলাদেশ স্কাউটস এর উপজেলা ব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন।
সারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে।
আজ সোমবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ।
এদিন কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস উপজেলায় একযোগে কাব কার্নিভাল বাস্তবায়ন হচ্ছে।
অনুষ্ঠানে অতিথি বৃন্দরা বক্তব্যে তিনি বলেন, ‘আজকে স্কাউটিং ইতিহাসে একটা বিশেষ দিন। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, পুরো বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ গৌরবের।