বাগেরহাটের মোংলায় দাড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার(১৭’ই ফেব্রুয়ারি) ভোর রাতে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালক যশোরের ভেকুটিয়া এলাকার জনৈক খন্দকার আমিন হোসেনের ছেলে হারেজ মিয়া।
মোংলা থানার এস আই মো: হাদীউজ্জামান জানান, খুলনা থেকে এ্যাম্বুলেন্সে সিজারিয়ান একটি মৃত বাচ্চাসহ ৪ জন নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেন হারেজ মিয়া। পথি মধ্যে মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো গ্যাস সিলিন্ডটার বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয় এ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। এ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।