
জান্নাত ইসলাম তাইফা, মাল্টিমিডিয়া রিপোর্টার (সুনামগঞ্জ)
মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় ব্র্যাক আঞ্চলিক অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ৬০জন প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্স শেষে সনদ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন-তোমাদের নিজের পায়ে দাড়ানোর জন্য আত্মবিশ্বাস এবং পরিকল্পনা থাকতে হবে। পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা থাকলে পিছিয়ে পড়ে থাকতে হবে না এবং আগামী দিনে দেশ গড়ার কারিগড় হিসেবে নিজেকে আত্ম নিয়োগ করতে পারবে।
উল্লেখ্য- ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যেমে ৬ মাস ব্যাপি প্রশিক্ষণে বিষিয়ভিত্তিক ক্লাসের পাশাপাশি দক্ষ কারিগরের সহিত সংযুক্ত রেখে হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করা হয়েছে। এই সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়ক- এ কে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো: আসাদুজ্জামান, সিনিয়র মানবসম্পদ কর্মকর্তা বায়েজীদ কবীর চৌধুরী, জেলা ব্যবস্থাপক (এসডিপি) পার্বতী রানী সহ অনেকেই।