
স্টাফ রিপোর্টার
বরুড়া মাসিক আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জুন বুধবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা জামায়েতে ইসলামির আমির মাওলানা শাহাদাত হোসেন, কুমিল্লা জেলা গন পরিষদের সভাপতি, সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময় এর বরুড়া প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, দৈনিক মানবজমিন এর বরুড়া প্রতিনিধি ও দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোঃ ইকরামুল হক, দৈনিক দেশরূপান্তের বরুড়া প্রতিনিধি সুজন মজুমদার, ছাত্র প্রতিনিধি মোস্তাকিম পাটোয়ারী, পাবেল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
সভায় আইন শৃংখলা অবস্থা উন্নতকরন, সুষ্ঠু ভাবে আসন্ন এইচ এস সি পরীক্ষা সফল ভাবে শেষ করা, বরুড়া বাজারের যানজট সমস্যা নিরষন, সামাজিক বনায়নে গাছ কাটা প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।