
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
লাকসাম পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) লাকসাম পৌরসভার অডিটরিয়ামে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উক্ত অর্থ বছরের প্রায় ১শ ৯৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন লাকসাম পৌরসভার প্রশাসক মোঃ কাউছার হামিদ।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে, ১শ ৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪ শ ২৪ টাকা। ব্যয় ধরা হয়েছে, ১ শ ৮৮ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ কোটি ৭৩ লাখ ১২ হাজার ৪ শ ২৬ টাকা।
উক্ত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে, ৩৩ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৬ শ ৯৬ টাকা। রাজস্ব খাতে ব্যয় দেখানো হয়েছে, ২৮ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে, ৪ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৬ শ ৯৬ টাকা। বাজেটে রাস্তা নির্মাণকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আখতার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, লাকসাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরে আলম মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল ইমরান, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সাবেক সভাপতি কামাল উদ্দিন, লাকসাম প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মনির আহমেদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আহসান উল্লাহ,সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ লাকসামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।