ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে তিন মাদক সেবীর কারাদণ্ড

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরে পৃথক দুটি মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলো- শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদ এর ছেলে কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মোঃ শাওন (২১) ও বিপুল মিয়ার ছেলে মোঃ সাখাওয়াত (২৪)।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মাদকসেবী মোঃ আরাফাত এর বাড়ির পিছনে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া মোঃ আরাফাতকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে একইদিন সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পিছনে অভিযান চালিয়ে হেরোইন সেবী মোঃ শাওন ও মোঃ সাখাওয়াতকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই দুই হেরোইন সেবনকারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবীদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে তিন মাদক সেবীর কারাদণ্ড

আপডেট সময় ০৫:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরে পৃথক দুটি মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মাদক সেবীরা হলো- শেরপুর পৌরসভার নারায়ণপুর মহল্লার আব্দুল হামিদ এর ছেলে কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত (২৪), গৌরীপুর মহল্লার মজিবর রহমানের ছেলে মোঃ শাওন (২১) ও বিপুল মিয়ার ছেলে মোঃ সাখাওয়াত (২৪)।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার মাদকসেবী মোঃ আরাফাত এর বাড়ির পিছনে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক কারবারি মোঃ আরাফাত হেরোইন সেবন ও অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ব্যবহার এবং বিক্রির দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া মোঃ আরাফাতকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে একইদিন সজবরখিলা মহল্লার উত্তরা হাসপাতালের পিছনে অভিযান চালিয়ে হেরোইন সেবী মোঃ শাওন ও মোঃ সাখাওয়াতকে হেরোইন সেবনকালে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ওই দুই হেরোইন সেবনকারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদক সেবীদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।