ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ

উইলিয়াম লাই ভিত্তিহীনভাবে ‘মূল ভূখণ্ডের হুমকি’ তত্ত্ব প্রচার করেছে : বেইজিং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন ৮ জুলাই, মঙ্গলবার, বেইজিংয়ে জানান, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণ-মুক্তিফৌজের আছে।

সম্প্রতি, তাইওয়ান অঞ্চলের নেতা উইলিয়াম লাই-এর সংশ্লিষ্ট বক্তব্যের জবাবে চিয়াং পিন বলেন, তাইওয়ান চীনের একটি প্রদেশ, এর কীভাবে ‘জাতীয় প্রতিরক্ষা বাজেট’ থাকতে পারে? উইলিয়াম লাই মিথ্যাচারের মাধ্যমে দেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র লুকানোর অপচেষ্টা চালিয়েছে এবং ভিত্তিহীনভাবে ‘মূল ভূখণ্ডের হুমকি’ তত্ত্ব প্রচার করেছে। সে বলেছে যে, তাইওয়ানের জন্য যুদ্ধ করবে, তার প্রকৃত উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নিজের স্বার্থের জন্য, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদ’-এর জন্য যুদ্ধ করা এবং তাইওয়ানের সাধারণ মানুষকে ‘শক্তি প্রয়োগে পুনরেকত্রীকরণের বিরোধিতা’, ‘তাইওয়ানকে বিক্রি করা’ ও ‘তাইওয়ানকে ধ্বংস করা’র মতো সর্বনাশা পথে ঠেলে দেওয়া।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রণালীর দুই পারই এক চীনের অংশ। দুই পারের জনগণ উভয়ই চীনা। উইলিয়াম লাইসহ এই ধরনের গোষ্ঠী যতই অপচেষ্টা চালাবে, ততই দ্রুত তাদের পতন হবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ শক্তি যদি তাদের সাথে দাঁড়ায়, তারাও একযোগে শেষ হয়ে যাবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণমুক্তিফৌজের আছে। গণ-মুক্তিফৌজ দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন

SBN

SBN

উইলিয়াম লাই ভিত্তিহীনভাবে ‘মূল ভূখণ্ডের হুমকি’ তত্ত্ব প্রচার করেছে : বেইজিং

আপডেট সময় ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন ৮ জুলাই, মঙ্গলবার, বেইজিংয়ে জানান, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণ-মুক্তিফৌজের আছে।

সম্প্রতি, তাইওয়ান অঞ্চলের নেতা উইলিয়াম লাই-এর সংশ্লিষ্ট বক্তব্যের জবাবে চিয়াং পিন বলেন, তাইওয়ান চীনের একটি প্রদেশ, এর কীভাবে ‘জাতীয় প্রতিরক্ষা বাজেট’ থাকতে পারে? উইলিয়াম লাই মিথ্যাচারের মাধ্যমে দেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র লুকানোর অপচেষ্টা চালিয়েছে এবং ভিত্তিহীনভাবে ‘মূল ভূখণ্ডের হুমকি’ তত্ত্ব প্রচার করেছে। সে বলেছে যে, তাইওয়ানের জন্য যুদ্ধ করবে, তার প্রকৃত উদ্দেশ্য হলো ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির নিজের স্বার্থের জন্য, ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদ’-এর জন্য যুদ্ধ করা এবং তাইওয়ানের সাধারণ মানুষকে ‘শক্তি প্রয়োগে পুনরেকত্রীকরণের বিরোধিতা’, ‘তাইওয়ানকে বিক্রি করা’ ও ‘তাইওয়ানকে ধ্বংস করা’র মতো সর্বনাশা পথে ঠেলে দেওয়া।

তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রণালীর দুই পারই এক চীনের অংশ। দুই পারের জনগণ উভয়ই চীনা। উইলিয়াম লাইসহ এই ধরনের গোষ্ঠী যতই অপচেষ্টা চালাবে, ততই দ্রুত তাদের পতন হবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ শক্তি যদি তাদের সাথে দাঁড়ায়, তারাও একযোগে শেষ হয়ে যাবে। ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ দেশকে বিভক্ত করার দিবাস্বপ্ন চুরমার করে দেওয়ার আত্মবিশ্বাস ও সক্ষমতা গণমুক্তিফৌজের আছে। গণ-মুক্তিফৌজ দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।
সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।