ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা Logo খনি, কৃষি ও অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে চীন-ঘানা Logo দক্ষিণ চীন সাগরে চীনের বৈধ অধিকার রক্ষায় অটল বেইজিং Logo চীনের ঐতিহ্য ও প্রযুক্তিতে নারীর উন্নয়নের সমন্বয় Logo চীন-পাকিস্তান সহযোগিতা নিয়ে প্রচারিত খবর ‘সম্পূর্ণ মিথ্যা’ Logo ৮০ দিনের অভিযান: দেশপ্রেমে রাঙা সিনচিয়াংয়ের তরুণীর সাইকেল ভ্রমণ Logo নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে নবম শ্রেনীর ছাত্রী অপহরণের অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার Logo শ্রীনগরে ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশসহ ১৪ জনকে আটক Logo মায়ানমারে চারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ঔষধ, আলকাতরা ও কোমল পানীয় সামগ্রী জব্দ

শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে

দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে উপজেলার কবাখালি ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর ডুবে গেছে। হঠাৎ পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই ইউনিয়নের শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। এর মধ্যে কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০টি পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা। তিনি বলেন, পাহাড়ি ঢলে আমাদের নিচু এলাকাগুলো হঠাৎ করে তলিয়ে গেছে। তবে বৃষ্টি থামলে পানি দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি।

এদিকে মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় দীঘিনালা-লংগদু সড়ক পানিতে তলিয়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সড়কপথে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে নৌকা ব্যবহার করে যাতায়াত করছেন।

ছোট মেরুং বাজার, চিটাগাংপাড়া ও আশপাশের গ্রামের অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেকেই জরুরি জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টি না থামা পর্যন্ত পানি আরও বাড়তে পারে। ইতোমধ্যেই কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে খাগড়াছড়ি সদরে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে। ফলে চেঙ্গি নদীর পানি নামতে শুরু করেছে। তবে আকাশ এখনও মেঘাচ্ছন্ন থাকায় যে কোনো সময় বৃষ্টি আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা

SBN

SBN

শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে

দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৯:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে উপজেলার কবাখালি ও মেরুং ইউনিয়নের শতাধিক বাড়িঘর ডুবে গেছে। হঠাৎ পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই ইউনিয়নের শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। এর মধ্যে কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০টি পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা। তিনি বলেন, পাহাড়ি ঢলে আমাদের নিচু এলাকাগুলো হঠাৎ করে তলিয়ে গেছে। তবে বৃষ্টি থামলে পানি দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি।

এদিকে মেরুং ইউনিয়নের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় দীঘিনালা-লংগদু সড়ক পানিতে তলিয়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সড়কপথে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে নৌকা ব্যবহার করে যাতায়াত করছেন।

ছোট মেরুং বাজার, চিটাগাংপাড়া ও আশপাশের গ্রামের অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেকেই জরুরি জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টি না থামা পর্যন্ত পানি আরও বাড়তে পারে। ইতোমধ্যেই কৃষিজমির ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে খাগড়াছড়ি সদরে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমেছে। ফলে চেঙ্গি নদীর পানি নামতে শুরু করেছে। তবে আকাশ এখনও মেঘাচ্ছন্ন থাকায় যে কোনো সময় বৃষ্টি আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।