
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ইউপি সদস্য ছবির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস আক্তার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সে একই উপজেলার জাহাঁপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে নার্গিস আক্তার তার বসতঘরে থাকা ছাগলের বাচ্চা ধরতে গেলে বিষধর সাপ তার হাতে ছোবল মারে। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে কুমিল্লা নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।