
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্টে রায়হান হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই/২৫) সকালে পৌর এলাকার সেনগাঁও বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির সাজেদুল ইসলামের ছেলে রায়হান স্থানীয় সূয়াপাড়া এলাকায় একটি কারখানায় কাজ করতেন। ঘটনার দিন সকালে সে বসত ঘরের একটি মাল্টিফ্লাগের তারে জড়িয়ে যায়। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, নিহত রায়হানের ১০ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে।