
১০ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুয়ালালামপুরে আসিয়ান এবং চীন-জাপান-দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত ছিলেন।
ওয়াং ই বলেন, ১০+৩ সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সংকট মোকাবিলার সক্ষমতা ক্রমাগত জোরদার হচ্ছে, অর্থনৈতিক একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, যৌথভাবে উন্নয়নের নতুন প্রাণশক্তি তৈরি হচ্ছে এবং বিভিন্ন খাতের সহযোগিতায় ফলপ্রসূ সাফল্য অর্জিত হয়েছে। এর ফলে পূর্ব এশিয়া বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত অঞ্চলে পরিণত হয়েছে।
তিনি জানান, বর্তমানে পূর্ব এশিয়ার সহযোগিতার পরিস্থিতি সুষ্ঠু রয়েছে। উন্নয়নকে কেন্দ্রবিন্দুতে রাখা এবং সহযোগিতা বাস্তবায়ন করাই হলো বড় প্রবণতা। তবে, কিছু বড় দেশের শুল্কের অপব্যবহারসহ একাধিক চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হচ্ছে। আগামী পর্যায়ে ১০+৩ সহযোগিতার জন্য চীন চারটি পরামর্শ দিয়েছে: ১. সমন্বিত উন্নয়নের পূর্ব এশিয়া নির্মাণ করা; ২. শক্তিশালী ও দৃঢ় পূর্ব এশিয়া নির্মাণ করা; ৩. উদ্ভাবনী ও প্রাণবন্ত পূর্ব এশিয়া নির্মাণ করা; এবং ৪. সাংস্কৃতিক বিনিময়ের পূর্ব এশিয়া নির্মাণ করা।
তিনি জোর দিয়ে বলেন, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে, যা এর শক্তিশালী দৃঢ়তা ও উন্নয়নের সম্ভাবনাকে দেখিয়েছে। চীন তার নিজের স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অভিন্ন উন্নয়নে নতুন প্রাণশক্তি ও সুযোগ সৃষ্টিতে আগ্রহী, যাতে একযোগে পূর্ব এশিয়ার জন্য আরও সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায়।
সূত্র :আকাশ-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।