ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় বস্তাবন্দি অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮’টার দিকে মোংলা পৌর শহরের ছাত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া সূত্র মতে জানা যায়, সকালে বাড়ির এক ভাড়াটিয়া নারী পুকুরে গোসল করতে গেলে পুকুর ঘাটে বাঁধা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির মালিক মারুফ বিল্লাহকে জানান। তিনি এসে বস্তাটি খুললে এর ভিতর এক নবজাতকের নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির দেহে কোনো কাপড় ছিল না। মরদেহের পাশে কোনো চিহ্ন বা পরিচয়সংক্রান্ত তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্র মতে আরও জানা যায়, কোনো নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঁ আনিসুর রহমান বলেন, পুকুরের ঘাট থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি ছেলে শিশুর মরদেহ। কে বা কারা নবজাতকটিকে হত্যা করে এখানে ফেলে গেছে, তা জানার জন্য তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি মারুফ বিল্লাহর পুকুর ঘাটে ঘটায় সন্দেহ আরও গভীর হয়েছে। তবে কেউ তাকে ফাঁসাতে পারে বলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ

বাগেরহাটের মোংলায় বস্তাবন্দি অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮’টার দিকে মোংলা পৌর শহরের ছাত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের দেওয়া সূত্র মতে জানা যায়, সকালে বাড়ির এক ভাড়াটিয়া নারী পুকুরে গোসল করতে গেলে পুকুর ঘাটে বাঁধা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির মালিক মারুফ বিল্লাহকে জানান। তিনি এসে বস্তাটি খুললে এর ভিতর এক নবজাতকের নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির দেহে কোনো কাপড় ছিল না। মরদেহের পাশে কোনো চিহ্ন বা পরিচয়সংক্রান্ত তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয়দের সূত্র মতে আরও জানা যায়, কোনো নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঁ আনিসুর রহমান বলেন, পুকুরের ঘাট থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি ছেলে শিশুর মরদেহ। কে বা কারা নবজাতকটিকে হত্যা করে এখানে ফেলে গেছে, তা জানার জন্য তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি মারুফ বিল্লাহর পুকুর ঘাটে ঘটায় সন্দেহ আরও গভীর হয়েছে। তবে কেউ তাকে ফাঁসাতে পারে বলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।