
রিয়া আক্তার, জাজিরা (শরীয়তপুর)
জাজিরা দিন মজুর হান্নান মাদবর (২৭) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। হান্নান জাজিরা আকন কান্দি গ্রামের মির মজিদ মাদবর ফকির মোহাম্মদ এর ছেলে পৌরসভা ৫নং ওয়ার্ডের বাসিন্দা। বিদ্যূৎ স্পৃষ্টের দুর্ঘটনা ঘটেছে ২৩জুলাই বুধবার সকাল অনুমান ৮টা ৩০ মিনিটের সময় একেই গ্রামের ৬নং ওয়ার্ড কবিরাজ কান্দি ইউনুস কবিরাজের বাড়িতে। দুর্ঘটনার সুত্র জানা যায় রাজ মিস্ত্রির কাজ করতে গিয়ে সেখানে দুই তলার বাঁশের মাচায় থেকে অসাবধানতার বশত কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে আরো বাড়ির মালিকের থেকে জানতে চাইলে তিনি বলেন, সকালে বিদ্যূৎ তারের ওপর কভার পাইব বসানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে মেইন লাইন বন্ধ করেন বলে দাবি করেন। অপর দিকে উক্ত বিষয়ে জাজিরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোবিন্দ চন্দ্র দাস জানান বিদ্যুৎ বন্ধের জন্য আমরা কোন নোটিশ পাইনি কেউ ফোন দিয়ে বলেনি, উক্ত ঘটনায় এলাকার মানুষের দাবী ঘটনাটি সঠিক ও সুষ্ঠ তদন্ত করে জনসম্মূখে সত্য ঘটনা তুলে ধরা হলে ভবিষ্যৎ এমন ঘটনা আর পুর্নরাভিত্তি হবেনা।