
দীপক কুমার দেব নাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু ময়না হত্যার সুষ্ঠু বিচার, ইমাম, মোয়াজ্জেনের মুক্তি ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
২৮জুলাই (সোমবার ) সরাইল উপজেলা শাখা হেফাজতে ইসলামের ব্যানারে শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায় মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সরাইল উপজেলা হেফাজতে ইসলাম শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- মাওঃ কাজী সাইফুর রহমান মুন্নার সঞ্চালনায়, মানবন্ধন কর্মসূচিতে ভক্তব্য দেন, জেলা হেফাজত ইসলামের সিনিঃ সহ-সভাপতি মুফতী বোরহান উদ্দিন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওঃ এহসানুল্লাহ, সম্পাদক মাওঃ মঈনুল ইসলাম খন্দকার, জেলা হেফাজত নেতা মাওঃ সুলাইমান সাদী। মাওঃ আঃ কুদ্দুস সাহেব,হেফাজত নেতা মাওঃ নাজমুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ৫ই জুলাই দুপুর ৩ টার দিকে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর একই এলাকার হাভলীপাড়া মসজিদের দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করেন সরাইল থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের অনেক দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত প্রকৃত আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে নিরীহ ইমাম, মোয়াজ্জেন কে আটকে রাখা হয়েছে। ময়না হত্যা মামলায় পুলিশ প্রকৃত আসামিদের খুঁজে বের না করে নিরীহ ইমাম, মোয়াজ্জেন কে আটকে রেখেছে।
বক্তারা আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রশাসন আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি ইমাম, মোয়াজ্জেন কে মুক্তি না দেয়, তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এখন ফ্যাসিস্ট সরকার নাই মিথ্যা অভিযোগে ইমাম, মোয়াজ্জেন কে আটকে রাখবে। আমরা চাই ময়না হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতার করে ফাসিতে ঝুলানো হউক। মানবন্ধনে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 
























