ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাস বয়সী তাহসিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান যাত্রীবাহী একটি রিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় আহত হন শিশুটির মা, নানি ও রিকশাচালক।

নিহত তাহসিন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কেমতলী গ্রামের মো. মামুন মিয়ার ছেলে।

আহতরা হলেন তাহসিনের মা মোসাম্মৎ তানজিনা আক্তার, নানি হোসনেয়ারা বেগম ও রিকশাচালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “আমাদের কাছে কেউ এই বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে দেড় মাস বয়সী তাহসিন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান যাত্রীবাহী একটি রিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় আহত হন শিশুটির মা, নানি ও রিকশাচালক।

নিহত তাহসিন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কেমতলী গ্রামের মো. মামুন মিয়ার ছেলে।

আহতরা হলেন তাহসিনের মা মোসাম্মৎ তানজিনা আক্তার, নানি হোসনেয়ারা বেগম ও রিকশাচালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “আমাদের কাছে কেউ এই বিষয়ে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”