ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইল বিজয়ে ঢাকার পতনের ঘণ্টাধ্বনি, বুদ্ধিজীবী হত্যার নীলনকশা শুরু ও আন্তর্জাতিক কূটনীতির উত্তাল প্রেক্ষাপট Logo এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাজধানীতে জাতীয় প্রেসক্লাব সামনে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত Logo ​মানবিক অঙ্গীকারে বৈষম্যহীন আগামীর স্বপ্ন: পর্বত, শৈশব ও মুক্তির লড়াই Logo শিশু অধিকার সুরক্ষাসহ চার নির্বাচনী অঙ্গীকার ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি Logo বাংলাদেশ ও ভারতীয় আটককৃত জেলেদের বন্দি বিনিময় Logo বাঁশখালীতে আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৮ জন জেলে আটক Logo বিশ্ব মানবাধিকার দিবস আজ Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ বাংলাদেশি খাদ্য দ্রব্যসহ ১২ পাচারকারী আটক Logo সুন্দরবনে জিম্মি থাকা ৮ জেলেকে উদ্ধার Logo কাঁচপুরে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ

সাবল দিয়ে কুপিয়ে নির্মমভাবে স্ত্রীকে খুন

রিয়া আক্তার, জাজিরা (শরিয়তপুর)

শরিয়তপুরের জাজিরায় এক মানষিক প্রতিবন্ধী স্বামী সাবল দিয়ে তার স্ত্রী সোনাই বেগমকে (৬০) কুপিয়ে নির্মমভাবে খুন করেছেন।

মঙ্গলবার উপজেলার ৯ নং ওয়ার্ডের বড় গোপাল পুর সর্দার কান্দি এলাকা থেকে পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সোনাই বেগমের বড় ছেলের বউ ময়নার (৩০) সাথে কথা বলে জানা যায়, সোমবার রাতে ৩ টার সময় তার শশুর করিম মুন্সি (পাশের বাড়িতে) ময়নার কাছে গিয়ে খাবার চেয়েছেন এবং তারপর সেখানেই ঘুমিয়েছেন।

মঙ্গলবার ২৯ জুলাই সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে ছেলের বউ ময়নাকে শশুর করিম মুন্সি (৭০) ডেকে বলেন, আমার ঘর থেকে হলুদ রংয়ের জামা টা নিয়ে আসো।

বউ শার্ট আনতে গিয়ে দেখেন বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন শাশুরি সোনাই বেগম (৬০)। এসময় লাশের পাশেই রক্ত মাখা একটি সাবল পড়ে থাকতে দেখা যায়।

ময়না আরো বলেন, দুই বছর আগে করিম মুন্সির বড় ছেলে বিদ্যৎ স্পর্শ হয়ে মারা যায় এবং ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এক সপ্তাহ আগে পরে দুই ছেলে মারা যাবার পর থেকেই করিম মুন্সি মানষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। মৃত সোনাই বেগম ও কিছুটা প্রতিবন্ধি ছিলেন।

করিম মুন্সির ভাই আক্কাস মুন্সিও একি কথা বলেন।

এস আই আবুল কালাম আজাদ বলেন, আমরা সকাল ৯ টায় খবর পেয়ে এখানে উপস্থিত হই। এসে ঘটনার তদন্ত করে জানতে পারলাম ঘটনার সুত্রপাত ২৮জুলাই রাত ৩টায়।

তদন্তের সুত্রে এবং তার ছেলের বউয়ের ভাস্যমতে মৃতের স্বামী করিম মুন্সি এই হত্যা কান্ডটি ঘটিয়েছেন। করিম মুন্সি স্বাভাবিক নয়, সে ভারসাম্যহীন। তার দুই ছেলের মৃত্যুতে সে মানষিকভাবে ক্ষতিগ্রস্ত এবং এবনর্মাল। আমরা মৃতের স্বামী করিম মুন্সিকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইল বিজয়ে ঢাকার পতনের ঘণ্টাধ্বনি, বুদ্ধিজীবী হত্যার নীলনকশা শুরু ও আন্তর্জাতিক কূটনীতির উত্তাল প্রেক্ষাপট

SBN

SBN

সাবল দিয়ে কুপিয়ে নির্মমভাবে স্ত্রীকে খুন

আপডেট সময় ০৩:০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

রিয়া আক্তার, জাজিরা (শরিয়তপুর)

শরিয়তপুরের জাজিরায় এক মানষিক প্রতিবন্ধী স্বামী সাবল দিয়ে তার স্ত্রী সোনাই বেগমকে (৬০) কুপিয়ে নির্মমভাবে খুন করেছেন।

মঙ্গলবার উপজেলার ৯ নং ওয়ার্ডের বড় গোপাল পুর সর্দার কান্দি এলাকা থেকে পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সোনাই বেগমের বড় ছেলের বউ ময়নার (৩০) সাথে কথা বলে জানা যায়, সোমবার রাতে ৩ টার সময় তার শশুর করিম মুন্সি (পাশের বাড়িতে) ময়নার কাছে গিয়ে খাবার চেয়েছেন এবং তারপর সেখানেই ঘুমিয়েছেন।

মঙ্গলবার ২৯ জুলাই সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে ছেলের বউ ময়নাকে শশুর করিম মুন্সি (৭০) ডেকে বলেন, আমার ঘর থেকে হলুদ রংয়ের জামা টা নিয়ে আসো।

বউ শার্ট আনতে গিয়ে দেখেন বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন শাশুরি সোনাই বেগম (৬০)। এসময় লাশের পাশেই রক্ত মাখা একটি সাবল পড়ে থাকতে দেখা যায়।

ময়না আরো বলেন, দুই বছর আগে করিম মুন্সির বড় ছেলে বিদ্যৎ স্পর্শ হয়ে মারা যায় এবং ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এক সপ্তাহ আগে পরে দুই ছেলে মারা যাবার পর থেকেই করিম মুন্সি মানষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। মৃত সোনাই বেগম ও কিছুটা প্রতিবন্ধি ছিলেন।

করিম মুন্সির ভাই আক্কাস মুন্সিও একি কথা বলেন।

এস আই আবুল কালাম আজাদ বলেন, আমরা সকাল ৯ টায় খবর পেয়ে এখানে উপস্থিত হই। এসে ঘটনার তদন্ত করে জানতে পারলাম ঘটনার সুত্রপাত ২৮জুলাই রাত ৩টায়।

তদন্তের সুত্রে এবং তার ছেলের বউয়ের ভাস্যমতে মৃতের স্বামী করিম মুন্সি এই হত্যা কান্ডটি ঘটিয়েছেন। করিম মুন্সি স্বাভাবিক নয়, সে ভারসাম্যহীন। তার দুই ছেলের মৃত্যুতে সে মানষিকভাবে ক্ষতিগ্রস্ত এবং এবনর্মাল। আমরা মৃতের স্বামী করিম মুন্সিকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।