ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‎ঢাকা কলেজে হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি Logo বাগেরহাটের দশানী পচা দীঘি থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার Logo মুন্সীগঞ্জে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশ জব্দ Logo জরিপে সতর্কবার্তা: বিভাজনের পথে এগোচ্ছে তাইওয়ান প্রশাসন Logo বেইজিং নারী শীর্ষ-সম্মেলনে সি চিন পিংয়ের ঐতিহাসিক আহ্বান Logo বিআরআই দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য ৬.২ শতাংশ বৃদ্ধি Logo বিশ্বজুড়ে প্রশংসা চীনের নারী উন্নয়ন মডেল: সিজিটিএন জরিপ Logo ফতুল্লায় ৮৫ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ ২ জন পাচারকারী আটক Logo মোটরসাইকেল ওভারটেক করায় মোংলায় এক যুবককে পিটিয়ে হত্যা Logo সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর ১ সহযোগী অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটককৃতরা হলেন, বিকাশ বাঁসফোর (২০), পিতা–মৃত কার্তিক বাঁসফোর ও মো. আকাশ (২০), পিতা–মো. হায়দার মিয়া।

‎তারা দুজনেই গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড, কাঠপট্টি এলাকার বাসিন্দা।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‎পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন,
‎মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, মাদক শুধু একজন নয়, পুরো পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। গোপন তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এই যুদ্ধে অংশ নিতে হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ঢাকা কলেজে হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

SBN

SBN

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

আপডেট সময় ১২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটককৃতরা হলেন, বিকাশ বাঁসফোর (২০), পিতা–মৃত কার্তিক বাঁসফোর ও মো. আকাশ (২০), পিতা–মো. হায়দার মিয়া।

‎তারা দুজনেই গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড, কাঠপট্টি এলাকার বাসিন্দা।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

‎পরিদর্শক মো. মোস্তফা জামান বলেন,
‎মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, মাদক শুধু একজন নয়, পুরো পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। গোপন তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এই যুদ্ধে অংশ নিতে হবে।