
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় রাজনৈতিক নেতা কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল বের করেন,বিক্ষোভ শেষে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে একটি প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস. এম. সাদ্দাম’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাগেরহাটের একটি সংসদীয় আসন অন্যত্র হস্তান্তরের প্রস্তাব বাগেরহাটবাসীর প্রতি চরম অবিচার করা হয়েছে, নির্বাচন কমিশনের এমন প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাই, অবিলম্ভে সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।