
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে লাকসামে বিএনপির বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র্যালি বের করে। র্যালীটি দৌলতগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। তিনি বলেন, আওয়ামী দুঃশাসন আমলে সকল অপকর্মের নায়ক হাসিনা বলেছিলো সে পালিয়ে যাবেনা। অবশেষে ভারতেই পালিয়ে গেছে ফ্যাসিষ্ট হাসিনা। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিলো আওয়ামীলীগ সরকার। নির্যাতিতরা মুখ বুঝে সব নীরবে সহ্য করেছিলো। শত জুলম অত্যাচার সহ্য করে ছাত্র-জনতাকে নিয়ে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ওই ফ্যাসিষ্ট সরকারকে বিদায় করেছি।
আজ সেই বিজয়ের দিন। মুক্ত বাতাসে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাচল করছে এটাই আমাদের চাওয়া ছিলো। এই বিজয় সাধারণ মানুষের বিজয়। এছাড়া তিনি লাকসাম লালমাই এর সমন্বয়ে কুমিল্লা-৯ আসন নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের সমালোচনা করেন।
ওইসময় নিজ এলাকা লক্ষিপুরে যাওয়ার সময় বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাইপাসে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আলহাজ¦ মজির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাসেম মানু, যুগ্ম-আহবায়ক মোঃ মনির আহমেদসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।