
আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম, কোষাধ্যক্ষ মহিউদ্দিন, সদস্য ওমর ফারুক সুমন, সদস্য মাহমুদুল হাসান সোহাগ সদস্য ইমরান হোসেন জুমান, আরো উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী, মোঃ আনোয়ার হোসেন, ও আসিফ ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত,অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 
























