ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কচুয়ায় বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া Logo বুড়িচংয়ে ৪০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক Logo বরুড়ায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন ৫ জননী Logo এছিএমবির আয়োজনে ‘যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবাধিকার উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ঝিনাইদহে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo ‎বরুড়ায় দুর্নীতিবিরোধী দিবস উদযাপন Logo ৯ ডিসেম্বর ১৯৭১: ঢাকার পানে বিজয়ের দুর্বার অগ্রযাত্রা, দিশেহারা পাকবাহিনী Logo মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ময়দাসহ ৭ পাচারকারী আটক Logo কুমিল্লায় আমরা ৯৩ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ভিডিও) Logo লালমনিরহাটে রত্নাই নদীতে যুবদলের উদ্যোগে ব্রীজ নির্মান, দূর্ভোগ কমলো হাজারো মানুষের

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন

আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)

গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে নৃশংসভাবে হত্যা চেষ্টাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

আজ সোমবার সকাল ৯:৩০ঘটিকায় গলাচিপা থানার সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “সারা দেশে সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত তাদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি আসছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ারের ওপর নৃশংস হামলা প্রমাণ করে যে, এই দেশে স্বাধীন সাংবাদিকতার পথ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”

প্রতিবাদ সমাবেশে গলাচিপা উপজেলার সকল সাংবাদিক বলেন, “যখন একজন সাংবাদিককে হত্যা করা হয়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আমরা তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। “শুধু তুহিন বা আনোয়ার নয়, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা-মামলা ও হুমকির শিকার হচ্ছেন। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচার নিশ্চিত করা।

সাংবাদিক আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করতে “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন করা।

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক নেতারা এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া

SBN

SBN

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)

গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে নৃশংসভাবে হত্যা চেষ্টাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

আজ সোমবার সকাল ৯:৩০ঘটিকায় গলাচিপা থানার সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “সারা দেশে সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত তাদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি আসছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ারের ওপর নৃশংস হামলা প্রমাণ করে যে, এই দেশে স্বাধীন সাংবাদিকতার পথ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”

প্রতিবাদ সমাবেশে গলাচিপা উপজেলার সকল সাংবাদিক বলেন, “যখন একজন সাংবাদিককে হত্যা করা হয়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আমরা তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। “শুধু তুহিন বা আনোয়ার নয়, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা-মামলা ও হুমকির শিকার হচ্ছেন। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচার নিশ্চিত করা।

সাংবাদিক আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করতে “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন করা।

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক নেতারা এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।