
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় গরু পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে রামচন্দ্রকুড়া বিওপি’র মায়াকাশি সীমান্ত এলাকায় অভিনব কৌশলে পাচারের সময় আটটি গরু আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল দ্রুত অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। তিনি বলেন, “আন্তর্জাতিক সীমানা রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরো জানান, আটককৃত গরুগুলো আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।