
কিশোরগঞ্জ প্রতিনিধি
এই রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পুরুষ ৩ জনকে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ জন মহিলাকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলামের নির্দেশে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন— রেস্টুরেন্টের রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)। ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলামকে তিন মাস এবং হোসেন ও পাপনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। আটক তিন তরুণীকে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার পুলিশ টিম।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কর্মকাণ্ডের সময় ৬ জনকে আটক করা হয়। রেস্টুরেন্টের মালিক পালিয়ে গেছেন। ভবনের ভেতরে অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা কক্ষও পাওয়া গেছে।