
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মহিদপুর গ্রামে আবদুর রহমান নাহিম (১০) গরুর দড়ি প্যাঁচে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির উঠানে গরু বাঁধার সময় হঠাৎ গরুর দড়ি তার গলায় প্যাঁচ লেগে যায়। মুহূর্তের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে নানা জল্পনা–কল্পনা শুরু হয়েছে। কেউ একে নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও, অন্যরা বিষয়টিতে রহস্য রয়েছে বলে মনে করছেন।
এ ব্যাপারে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মর্মান্তিক এই ঘটনায় পুরো মহিদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কিশোরের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন। সে মৃত শাখাওয়াত হোসেন এর ছেলে।