
মোঃ ইলিয়াছ আহমদ
কুমিল্লার বরুড়ায় দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শনিবার সকাল ১১টায় ঝলম রুচি বিলাস ও চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার উপদেষ্টা, প্রকৌশলী ও পরিবেশবিদ আবুল খায়ের শিকদার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক মোঃ মাহবুব কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
দৈনিক বরুড়া কণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ।
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার,
বিশিষ্ট সমাজ সেবক কাজী মমিন উল্লাহ ভূঁইয়া,
ঝলম বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ ইদ্রিস মিয়া।
দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মুহাম্মদ জামাল হোসেন শাহজী এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসাঃ তাসলিমা আক্তার।
বক্তব্য রাখেন দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার প্রচার ব্যবস্থাপক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সাবেক নির্বাহী সম্পাদক মোঃ সবুজ হোসেন, স্টাফ রিপোর্টার আবু ইউসুফ রাবেত, এ এইচ রবি। এসময় উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক কাজী মোঃ আনোয়ার উল্লাহ, দৈনিক বরুড়া কন্ঠ পরিবারের সদস্য ইয়াসমিন আক্তার মুন্নি, হাসিবুর রহমান, আইরিন সুলতানা আন্নি। অনুষ্ঠানে পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শেষে মরহুম সাংবাদিক মোঃ ইউসুফ আলী এর স্মরণে আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া আইনগীরি গোলজার শাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ ওমর ফারুক শাহজী।
এদিন অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার অগ্রগতি ও প্রচারণার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।