
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ফকিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন:- উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মুস্তাক শেখের ছেলে মাশরাফি শেখ (২২) এবং একই গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে জ্যাকি শেখ (২৮)।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, গত মঙ্গলবার (১৯ আগস্ট) মাংস বিক্রেতা সাইফুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মালামাল উদ্ধারে নারকেল ব্যবসায়ী আব্দুল হালিম সহায়তা করায় শুক্রবার (২২ আগস্ট) রাতে মাশরাফি ও জ্যাকি তাকে মারধর করে এবং তার কাছ থেকে ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরদিন শনিবার সকালে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনতা ফকিরহাট বাজার থেকে ওই দুই যুবককে ধরে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাশরাফি ও জ্যাকি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। মাংস বিক্রেতা বাচ্চু শেখ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ভুক্তভোগী সাইফুল ইসলাম ও আব্দুল হালিমও চাঁদাবাজির অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।