
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনার আমতলী উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে আমতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, টিম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল একেএম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মহিবুল্লাহ হারুন।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান ও জেলা কর্মপরিষদ সদস্য আবদুল মালেক প্রমুখ।
প্রতিনিধি সমাবেশে আমতলী উপজেলার ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা অংশ নেয়।