ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এসো মিলি জীবনের বন্দরে

এসো মিলি জীবনের বন্দরে
     – মো.খলিলুর রহমান

 

কী মোহন অলংকারে অংগ সাজালে তুমি,
কী মহান ভালোবাসায় মোর অনুভূতি চুমি,
রেখে গেলে এক চিরস্মরণীয় স্মৃতি হৃদ অন্দরে,
কত ভালো হবে যদি মিলি দোহে জীবনের বন্দরে!

জীবন সে তো হে প্রবাহিত নদী বিরামহীন পথচলা,
চলতে চলতে প্রিয় সত্তারে হৃদয়ের কথা বলা।
কথা বলা আর পথ চলা মাঝে স্বল্প বিরতি নিয়ে,
ভেসে চলি মোরা সম্মুখে যাই ও জীবন তরী বেয়ে।

জীবনের তরী রসদে যে ভরি এগিয়ে যাওয়ার তরে,
তুমি হও মাঝি আমি যে যাত্রী জীবন তরণী পরে।

কত কথা কথকতা বয় জীবন তরীরে ছুঁয়ে,
চুমি যে তোমার অংগদ আমি কভু পড়ি আমি নুয়ে।
তব জীবনের দান হতে নিয়ে পূর্ণতা পাবো বলে,
ছুঁয়ে যাই তোকে গড়ি অমৃতলোকে
সৃজনের পথে চলে।

তুমি বিনে এই সত্তা কভুও পূর্ণতা নাহি পায়,
এসো দোহে মিলে পরম যতনে জীবনের তরী বাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পবায় নারী কে গলা কেটে হত্যা

SBN

SBN

এসো মিলি জীবনের বন্দরে

আপডেট সময় ০৬:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

এসো মিলি জীবনের বন্দরে
     – মো.খলিলুর রহমান

 

কী মোহন অলংকারে অংগ সাজালে তুমি,
কী মহান ভালোবাসায় মোর অনুভূতি চুমি,
রেখে গেলে এক চিরস্মরণীয় স্মৃতি হৃদ অন্দরে,
কত ভালো হবে যদি মিলি দোহে জীবনের বন্দরে!

জীবন সে তো হে প্রবাহিত নদী বিরামহীন পথচলা,
চলতে চলতে প্রিয় সত্তারে হৃদয়ের কথা বলা।
কথা বলা আর পথ চলা মাঝে স্বল্প বিরতি নিয়ে,
ভেসে চলি মোরা সম্মুখে যাই ও জীবন তরী বেয়ে।

জীবনের তরী রসদে যে ভরি এগিয়ে যাওয়ার তরে,
তুমি হও মাঝি আমি যে যাত্রী জীবন তরণী পরে।

কত কথা কথকতা বয় জীবন তরীরে ছুঁয়ে,
চুমি যে তোমার অংগদ আমি কভু পড়ি আমি নুয়ে।
তব জীবনের দান হতে নিয়ে পূর্ণতা পাবো বলে,
ছুঁয়ে যাই তোকে গড়ি অমৃতলোকে
সৃজনের পথে চলে।

তুমি বিনে এই সত্তা কভুও পূর্ণতা নাহি পায়,
এসো দোহে মিলে পরম যতনে জীবনের তরী বাই।