
দুখু মিয়া
স্বর্ণা তালুকদার
মহান পুরুষ দুখুমিয়া ছিল ঝাকড়া চুল
বাংলার কবি গানে কবিতায় মশগুল
শত দুঃখে ও হাসিখুশি সৌখিন
গান গজলে ভরে যেত মন
ক্ষন জন্মা তুমি মানুষ ছিল খাঁটি
ভালোবাসতে বাংলাদেশের ফুল ফল মাটি
কখনো করেছ বিক্ষোভ মিছিল হয়েছে বন্দী
করনে তবু অন্যায়ের সাথে সন্ধি।
জ্বালিয়ে গিয়েছো তবু চেতনা মানবতাবাদী