ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় অবৈধ লিটার ও মরা মুরগী বন্ধের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার সামনে শনিবার (৩০ আগস্ট) সকালে সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মরা মুরগী ও মুরগীর লিটার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নাগরিক, যুবক, নারী এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আপেল মওদুদ। তিনি বলেন, “আজ প্রমাণ হয়েছে, যারা এই মরণবিধি লিডারের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা অনুরোধ করছি এই ব্যবসা থেকে সরে দাঁড়ান। ভালুকার জনগণ আপনাদের এই ব্যবসা করতে দেবে না। আমরা চাই, ভবিষ্যতের জন্য একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “এই লিটার ব্যবসার কারণে মাছের খামার ও ফিশারিতে মারাত্মক দূষণ হচ্ছে। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ ছড়িয়ে পড়ছে। আমরা প্রশাসনের কাছে জোর আহ্বান জানাচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ লিটার ব্যবসা বন্ধ করতে হবে। তা না হলে ১৬ আগস্ট থেকে কঠোর কর্মসূচি শুরু করা হবে।”

ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু বলেন, “সচেতন নাগরিক সমাজের এই আন্দোলন শুধু পরিবেশ রক্ষাই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষারও বিষয়। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুস্থ ভালুকা গড়ে তোলা।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন লিটার বা দূষিত মাছ খেয়ে কোনো দূরারোগ্য ব্যাধির শিকার না হন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে এবং জনগণের সমর্থনে এই লিটার ব্যবসা বন্ধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের রাস্তার পাশে, লিটার ব্যবসা বন্ধ এবং পরিবেশ দূষণ প্রতিরোধের আহ্বান জানান। বক্তারা বলেন, লিটার বা মরা মুরগী পরিবেশে ফেলার কোনো ক্ষেত্রেই তারা সজাগ প্রতিরোধ নিশ্চিত করবেন।

অবৈধ লিটার ও মুরগীর লিটার ব্যবসা বন্ধের এই দাবিতে উপস্থিতরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় অবৈধ লিটার ও মরা মুরগী বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার সামনে শনিবার (৩০ আগস্ট) সকালে সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মরা মুরগী ও মুরগীর লিটার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নাগরিক, যুবক, নারী এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আপেল মওদুদ। তিনি বলেন, “আজ প্রমাণ হয়েছে, যারা এই মরণবিধি লিডারের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা অনুরোধ করছি এই ব্যবসা থেকে সরে দাঁড়ান। ভালুকার জনগণ আপনাদের এই ব্যবসা করতে দেবে না। আমরা চাই, ভবিষ্যতের জন্য একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “এই লিটার ব্যবসার কারণে মাছের খামার ও ফিশারিতে মারাত্মক দূষণ হচ্ছে। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ ছড়িয়ে পড়ছে। আমরা প্রশাসনের কাছে জোর আহ্বান জানাচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ লিটার ব্যবসা বন্ধ করতে হবে। তা না হলে ১৬ আগস্ট থেকে কঠোর কর্মসূচি শুরু করা হবে।”

ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু বলেন, “সচেতন নাগরিক সমাজের এই আন্দোলন শুধু পরিবেশ রক্ষাই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষারও বিষয়। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুস্থ ভালুকা গড়ে তোলা।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন লিটার বা দূষিত মাছ খেয়ে কোনো দূরারোগ্য ব্যাধির শিকার না হন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে এবং জনগণের সমর্থনে এই লিটার ব্যবসা বন্ধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের রাস্তার পাশে, লিটার ব্যবসা বন্ধ এবং পরিবেশ দূষণ প্রতিরোধের আহ্বান জানান। বক্তারা বলেন, লিটার বা মরা মুরগী পরিবেশে ফেলার কোনো ক্ষেত্রেই তারা সজাগ প্রতিরোধ নিশ্চিত করবেন।

অবৈধ লিটার ও মুরগীর লিটার ব্যবসা বন্ধের এই দাবিতে উপস্থিতরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।