ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পটুয়াখালীর গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ Logo তেজগাঁও সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নিতাই, সাধারণ সম্পাদক ধীরেন Logo “মৃত্তিকা” এ যেনো পদ বানিজ্য, দুর্নীতি আর অনিয়মের সর্গ রাজ্য Logo গণঅধিকার পরিষদের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ Logo “কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা” Logo ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫ Logo নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন Logo কটিয়াদীতে বৃদ্ধার আত্মহত্যা Logo বরুড়া ঈদ ই মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ঢাকাস্থ সরাইল সমিতির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ প্রতিনিধি একে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার সকাল সাড়ে দশটায় জেলা শহরের মুক্তির মোড়ে ‘নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এবং সভাপতিত্ব করেন বিডিনিউজ২৪-এর প্রতিনিধি ও ঐক্য জোটের সভাপতি সাদেকুল ইসলাম।

বক্তব্য দেন সময় সংবাদের প্রতিনিধি এম আর রকি, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান রাশেদ, এটিএন নিউজের আব্দুর রাকিব, যায়যায়দিনের রুহুল আমিন, চ্যানেল এস-এর মেহেদী হাসান, এখন টেলিভিশনের আব্বাস আলী ও বাংলাদেশ সমাচারের আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা একটি সুপরিকল্পিত চক্রান্ত। এটি সত্য প্রকাশে বাধা দেয়ার অপচেষ্টা। হামলাকারীরা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত করেছে।”

তারা আরও জানান, হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ বিরাজ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে গেলে সাংবাদিক একে সাজুর উপর স্থানীয় দলিল লেখক চক্রের সদস্যরা হামলা চালায়। তারা ক্যামেরা, মোবাইল ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে, থানায় অভিযোগ দেয়ার ৭২ ঘণ্টা পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

SBN

SBN

নওগাঁয় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রায়হান আলী, নওগাঁ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ প্রতিনিধি একে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

শনিবার সকাল সাড়ে দশটায় জেলা শহরের মুক্তির মোড়ে ‘নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এবং সভাপতিত্ব করেন বিডিনিউজ২৪-এর প্রতিনিধি ও ঐক্য জোটের সভাপতি সাদেকুল ইসলাম।

বক্তব্য দেন সময় সংবাদের প্রতিনিধি এম আর রকি, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান রাশেদ, এটিএন নিউজের আব্দুর রাকিব, যায়যায়দিনের রুহুল আমিন, চ্যানেল এস-এর মেহেদী হাসান, এখন টেলিভিশনের আব্বাস আলী ও বাংলাদেশ সমাচারের আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা একটি সুপরিকল্পিত চক্রান্ত। এটি সত্য প্রকাশে বাধা দেয়ার অপচেষ্টা। হামলাকারীরা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত করেছে।”

তারা আরও জানান, হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ বিরাজ করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে গেলে সাংবাদিক একে সাজুর উপর স্থানীয় দলিল লেখক চক্রের সদস্যরা হামলা চালায়। তারা ক্যামেরা, মোবাইল ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে, থানায় অভিযোগ দেয়ার ৭২ ঘণ্টা পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।