
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর, কনে এবং অনুষ্ঠানে আসা অতিথিরা সবাই পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর উত্তরপাড়ায়।
জানা গেছে, সেকান্দর মহাজনের বাড়িতে বয়সে অপ্রাপ্ত এক কিশোরীকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। দুপুরের দিকে বরের পক্ষের লোকজন কনের বাড়িতে এসে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা এবং খাবারের আয়োজন শুরু করে।
এ সময় বাল্যবিবাহের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর-কনে ও অতিথিরা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) কনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন। তারা বিয়েটি বাতিল করার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে, এবং কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























