
লালমনিরহাট প্রতিনিধি :
রোগীর সাথে উত্তেজিত হয়ে সামনে থাকা ওয়েট পেপার (পাথর) দিয়ে রোগীর মাথা ফাটিয়ে দিয়েছে দন্ত রোগের ডাক্তার রাশেদ জামান। আহত রোগী লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে শহরের মিশনমোরের জামান কমপ্লেক্সের একটি রুম ভাড়া নিয়ে ব্যক্তিগত চেম্বার খুলে ডাক্তার রাশেদ জামান চিকিৎসা দিতেন। সেখানে চিকিৎসা নিতে আসেন সাপ্টীবাড়ী ইউনিয়নের চওড়াটাীী এলাকায় চওড়া টারী গ্রামের মজিদুল (৩৮)।
রোগীর স্বজন শাহানা জানান ডাক্তার প্রতি মাসে দাত ওয়াস করার নাম করে দু হাজার করে টাকা নিতো। কদিন পরে আবার প্রচন্ড ব্যাথা শুরু হলে পুনরায় চিকিৎসা নিতে আসতে হয়। আজকে ব্যাথা উঠলে ডাক্তারের কাছেই নিয়ে আসলে প্রথম উত্তেজিত হোন পরে তাকে মাথায় স্বজোরে আঘাত করেন।এতে তার মাথা ফেটে রক্ত ঝড়ে।
এঘনায় স্থানীয় কয়েকজন জানান তারা দেখেন রোগীর মাথা ফেটে রক্ত ঝড়ছে আর রোগীর স্ত্রী তাকে ধরে নিয়ে পাশের ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। রোগীরা স্ত্রীর কাছে তারা শুনতে পেয়েছেন চিকিৎসা নিতে অপারগতা প্রকাশ করলে তিনি উত্তেজিত হয়ে মারধর করেন ও রোগীর মাথা ফাটিয়ে দেন।
ঘটনা শুনে টহল পুলিশের কয়েকজন সদস্য এসে দেখেন রুমে তালা ঝুলছে। স্থানীয়রা তাদের জানান রোগীর মাথা ফাটিয়ে ডাক্তার তরিঘরি করে তালা দিয়ে লাপাত্তা হয়েছে।
রাশেদ জামান স্থানীয় রিসেন্ট ডায়াগনস্টিক ও ডায়াবেটিস হসপিটাল লালমনিরহাটে চিকিৎসা দেন বলে নেমপ্লেটে উল্লেখ করেছেন। রাশেদ জামানের ব্যক্তিগত নাম্বারে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী ইসলাম জানান, রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























