
১১ সেপ্টেম্বর, (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে ১২তম বেইজিং সিয়াংশান ফোরামের মিডিয়া ব্রিফিং ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। জানানো হয়েছে, এ বছরের ফোরামটি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বেইজিং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। “আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ উন্নয়নের প্রচার” প্রতিপাদ্যের ওপর ফোরামটি আলোকপাত করবে। এতে চারটি পূর্ণাঙ্গ অধিবেশন, আটটি সমান্তরাল অধিবেশন, উচ্চ-পর্যায়ের সংলাপ, তরুণ সামরিক কর্মকর্তা ও পণ্ডিতদের জন্য সেমিনার এবং চীনা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে সংলাপের আয়োজন করা হবে। ফোরামে উন্নত দেশ, উদীয়মান শক্তি, ছোট ও মাঝারি দেশ এবং সংঘাতপূর্ণ অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এখন পর্যন্ত ফোরামের প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শতাধিক দেশের প্রতিরক্ষা ও সামরিক নেতৃবৃন্দের পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। প্রায় ১,৮০০ প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সাংবাদিক ফোরামের জন্য নিবন্ধন করেছেন। সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।