ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত কমপক্ষে ১০ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল Logo রূপসায় আবু বক্কার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo ব্রাহ্মণপাড়া ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত Logo ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধর Logo সুন্দরবনে দুর্ধর্ষ রাঙ্গা বাহিনীর ২ সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক, জিম্মি ৯ জেলে উদ্ধার Logo মেঘের সাথে কইতে কথা Logo চীনে ৭.৬৭ লাখ প্রাচীন স্থাপনার জাতীয় তালিকা সম্পন্ন Logo চীনের আরো ৪টি প্রাচীন সেচ-প্রকল্প বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত কমপক্ষে ১০

SBN

SBN

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।