ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ পাচারকারী আটক Logo মায়ানমার হতে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক Logo শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান চীনের প্রতিরক্ষামন্ত্রীর Logo ‘এপেক পুত্রজায়া ভিশন ২০৪০’– আঞ্চলিক সমৃদ্ধির রোডম্যাপ:পেড্রোসা Logo ডিজিটাল ও সবুজ রূপান্তরে এশিয়া-প্রশান্ত অঞ্চলের নেতৃত্ব দিতে চায় চীন Logo অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার Logo কুমিল্লায় গাছের ডাল থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার Logo বরুড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন Logo গাইবান্ধায় ৮ বছরের শিশু ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার Logo ২১ দফা দাবিতে নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ পাচারকারী আটক

SBN

SBN

চান্দিনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমআ হাই বখ্শীয়া দরবার শরীফ এর ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। জুলুসে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বখ্শী দরবার শরীফের পীর আল্লামা শাহ্ সূফী খাজা কাজী আবদুল হাই খোরশেদী বখ্শী আল-ক্বাদেরী। সভাপত্বিত করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বখ্শী আল-ক্বাদেরী। সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দীনিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমদ হাই বখ্শী আল-ক্বাদেরী, শাহজাদা কাজী গোলাম মাহাদী হাসান হাই বখ্শী আল-ক্বাদেরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ্ মোহাম্মদ শওকত জামান হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান খাঁন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ লেয়াকত আলী হাই বখ্শী, মাহাবুব হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ সোহেল আহমেদ হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বাদল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ রাসেল হোসেন হাই বখ্শী, শাহ্ মোহাম্মদ বেলায়েত হোসেন হাই বখ্শী প্রমুখ।