
মোহাম্মদ মাসুদ মজুমদার:
শনিবার ১৩ ই সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় “ধ্রুবতারা” সংগঠনের রজতজয়ন্তী অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব মাহমুদ ।
স্বাগত বক্তব্য প্রদান করেন রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মাসুদ মজুমদার,ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর সেলিনা রহমান।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু,বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী,উদিচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, রাশেদা আক্তার,প্রধান শিক্ষক,নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, রোখসানা ফেরদৌস মজুমদার,
প্রধান শিক্ষক,গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,
জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক,কুমিল্লা জিলা স্কুল,কলি চৌধুরী,প্রধান শিক্ষক,ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, হাসিনা আক্তার,
প্রধান শিক্ষক,গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফরোজা হাসনাত,প্রধান শিক্ষক, আনন্দধারা বিদ্যাপীঠ, বিশিষ্ট সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব,মিডিয়া ব্যাক্তিত্ব টিপু চৌধুরী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহব্বায়ক গোলাম সামদানী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহতাব সোহেল এবং রুমানা রুমি।উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীত প্রশিক্ষক একরামুল হক,সভাপতি, ধ্রুবতারা কুমিল্লা।
ধ্রুবতারা বৃহত্তর কুমিল্লার অন্যতম সংস্কৃতি বিষয়ক সংগঠন।অনুষ্ঠানে পরিবেশন করা হয় বৃহত্তর কুমিল্লার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বিশেষ গীতি নৃত্যালেখ্য “কুমিল্লা আমার কুমিল্লা”। এতে অংশগ্রহন করে কুমিল্লার প্রায় একশত জন শিল্পী।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কুমিল্লা জিলা স্কুল,নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল,গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দধারা বিদ্যাপীঠ এ ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্রুবতারা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আলোচনা অনুষ্ঠান, অ্যাওয়ার্ড প্রদান করা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অন্যরকম এক আবহ তৈরি হয়।মন্ত্রমুগ্ধের মতো দর্শক শ্রোতা বিমোহিত হয়ে উপভোগ করে এই আয়োজন।