ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অস্বাভাবিক বরাদ্দ Logo আশ্রয়ণ প্রকল্পের থাকা চিত্রনায়িকা বনশ্রী আর নেই Logo এনসিপি নেতা নাহিদের ওপর প্রকাশ্য হত্যার হুমকি Logo নীলফামারীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo মনোহরগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ১ Logo ঝিনাইগাতীতে তিন ফার্মিসিতে জরিমানা Logo প্রবাসী ছেলেদের কোটি টাকার মালিকানা, তবুও ভাত খাওয়ায়নি কেউ : অবহেলায় মায়ের মৃত্যু Logo গাইবান্ধায় নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার Logo জুলাই চেতনায় ‘সু-শাসন ও মানবাধিকার উন্নয়নে প্রজন্মের ভুমিকা স্মরণীয় হয়ে থাকবে Logo শিল্প সাহিত্য সংযোগের উদ্যোগে “বিজ্ঞান যুগের সাহিত্যচর্চা” বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ

মনোহরগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ১

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরো তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে গেলেও বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে। আর নিহতের স্বজনরা মরদেহটি বাড়ি নিয়ে গেছে।

এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এমনকি এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অস্বাভাবিক বরাদ্দ

SBN

SBN

মনোহরগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৭:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরো তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে গেলেও বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে। আর নিহতের স্বজনরা মরদেহটি বাড়ি নিয়ে গেছে।

এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এমনকি এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।