
নাহিদ জামান, খুলনা
রূপসার আইচগাতী এলাকায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ি ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবেএ ঘটনায় কোন হতাহত হয়নি।
এলাবাসী সুত্রে জানা যায় ৫ টি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত ১০ টার দিকে ৫ জন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বোমার শব্দ শুনতে পান পার্শ্ববর্তী স্থানীয়রা। ঘটনার পরে বোমা নিক্ষেপ কারীদের স্থানীয় লোকজনে ধাওয়া দিলে ৩ রাউন্ড ফাঁকা গুলি করে মটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএনপির নেতাকর্মীরা জানায়, স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে তিনি স্বপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন।
অবিলম্বে বিস্ফোরণকারীদেও গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। রূপসা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি।ঘটনার সাথে সম্পৃক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।