
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারার বিশেষ বিধানে উল্লেখিত ‘এক নেতা এক পদ’ নীতির প্রতি সম্মান জানাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় তিনি শুধু সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে তিনি উপজেলা সভাপতির পদ থেকেও সরে দাঁড়াবেন।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে উদ্দেশ্য করে সোহেল বলেন, “তিনি একাধারে জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে দলের গঠনতন্ত্র লঙ্ঘন করছেন।”
তিনি আরও আশা প্রকাশ করেন, কাউন্সিলে পদপ্রত্যাশী অন্যান্য নেতারাও ‘এক নেতা এক পদ’ নীতি মেনে চলবেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করবেন।
এ সময় তিনি জেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পক্ষপাতমূলক কাউন্সিল আয়োজনের অভিযোগও আনেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসউদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।