ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কর্দমাক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কিশোর ইসমাইলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কর্দমাক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কিশোর ইসমাইলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।