
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি টিএম আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম লুলু, মৎস্য বিষয়ক সম্পাদক এসএম কামাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হানিফ বেলাল, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু, আমান উল্লাহ চৌধুরী সাজু, সদস্য মোস্তাক হোসেন ডলার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সর্বশেষ ২০১৭ সালে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হলেও প্রায় ৯ বছর ধরে তা পুনর্গঠন হয়নি। এছাড়া বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দসই ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে।
এ সময় নেতারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।