
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা বরুড়া উপজেলার নানাহ উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে বরুড়া উপজেলার স্হানীয় সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। ২০ সেপ্টেম্বর ২৫ ইং উপজেলা হল রুমে এই ব্রিফিং দেন তিনি।
গত অর্থ বছরের বরুড়ার বিভিন্ন উন্নয়ন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়ার প্রচেষ্টায় বরুড়া উন্নয়নে যে অবদান রয়েছে তা তুলে ধরেন। বিশেষ করে কয়েকটি রাস্তা কালভার্ট, দুটো বিদ্যালয় উর্ধ্বমুখী করণ, এছাড়াও আগামী অর্থ বছরের বরুড়ার উন্নয়নে ব্যাপক কাজ হবে বলে আশা ব্যক্ত করেন। বিশেষ করে দুটো খাল খনন, বড় ৬ টি রাস্তা সংস্কার, নতুন করে ৫০ টি কাঁচা রাস্তা পাকা করণে আইডি নাম্বার পালানো ইত্যাদি।
এ সময় বরুড়া উপজেলার অধিকাংশ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নানাহ প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।