
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, সেনাবাহিনীর সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন,
তথ্য প্রযুক্তির সহকারী প্রোগ্রামার রাফিত আহম্মেদ, কোম্পানীগঞ্জ জোনাল পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ মহিউদ্দিন, রাহিমপুর আযাচক আশ্রমের ডাঃ মানেবেন্দ্র নাথ সরকার ওরফে যুগল ব্রহ্মচারী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন,
শুকলাল দেবনাথ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, পূজা উদযাপন কমিটির দুলাল দেবনাথ, অরুপ নারায়ন পোদ্দার, দিন দয়াল পাল, নবিপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধরন সম্পাদক হেদায়েত হোসেন প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয়, সে বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। পূজা মণ্ডপে যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, সে বিষয়ে আমাদেরকে জানাতে হবে এবং পরিবেশ সুন্দর রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।
সভাশেষে ১৫৩ টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জি আর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়। এ বছর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ১৫৩ টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।