ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খুলনায় পুত্রের হাতে পিতা খুন Logo দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উদাও Logo অনলাইন ছুটি সিস্টেম এবং লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত

উজ্জল, নীলফামারী

নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পূর্ব তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে পাশের আরও অন্তত ২০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অঃদা:) সাহিদুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনি। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ চলছে। তবে ঘটনাস্থলে অন্তত ১৭টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চারটি ঘর, ধান-চাল, নগদ টাকা—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব জানি না।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। অবিলম্বে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় পুত্রের হাতে পিতা খুন

SBN

SBN

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত

আপডেট সময় ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

উজ্জল, নীলফামারী

নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পূর্ব তেলিপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ পরিবারের প্রায় ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্তরা নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শরিফুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে পাশের আরও অন্তত ২০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (অঃদা:) সাহিদুল ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনি। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ চলছে। তবে ঘটনাস্থলে অন্তত ১৭টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চারটি ঘর, ধান-চাল, নগদ টাকা—সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় যাব জানি না।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই। অবিলম্বে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।